ভারতে বাড়ল পেট্রল, ডিজেল ও এলপিজির দাম
ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন বড় শহরে আবারও তরল গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে।
দিল্লিবাসীকে পেট্রল ও ডিজেলের জন্য লিটারে ৮০ পয়সা এবং রান্নায় ব্যবহৃত তরল গ্যাস বা এলপিজির জন্য সিলিন্ডার প্রতি ৫০ রুপি বাড়তি গুণতে হচ্ছে। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
দিল্লির সার্ভিস স্টেশনে এক লিটার পেট্রোল ৯৬ দশমিক ২১ রুপি ও ডিজেল ৮৭ দশমিক ৪৭ রুপিতে বিক্রি হয়েছে। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হয়।
একদিন আগেও পেট্রোল লিটারে ৯৫ দশমিক ৪১ এবং ডিজেল ৮৬ দশমিক ৬৭ রুপি দরে বিক্রি হয়েছে। গত ডিসেম্বরে এই দাম নির্ধারণ করা হয়।
এনডিটিভি জানিয়েছে, ভারতে গত নভেম্বরের পর আবারও জ্বালানির এই খুচরা মূল্য বাড়ানো হলো। ২০১৭ সালের জুনে দৈনিক ভিত্তিতে মূল্য সংশোধন নীতি চালু করার পর এবারই সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য সেদেশের মেট্রো শহরগুলোতে দাম অপরিবর্তিত ছিলো।
এ ছাড়া সোমবার থেকে মুম্বাইয়ে পেট্রোলের দাম হয়েছে লিটারে ১১০ দশমিক ৮২ রুপি, ডিজেল ৯৫ রুপি। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোল ১০২ দশমিক ১৬ ও ডিজেল ৯২ দশমিক ১৯ রুপি এবং কলকাতায় পেট্রোল ১০৫ দশমিক ৫১ ও ডিজেল ৯০ দশমিক ৬২ রুপিতে বিক্রি হচ্ছে।
সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, গত অক্টোবরের পর নতুন করে এলপিজির দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার দিল্লিতে ভর্তুকিহীন ১৪ দশমিক ২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হয়েছে ৯৪৯ দশমিক ৫০ রুপিতে।
অবশ্য ধারণা করা হচ্ছিল যে, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরের নির্বাচনের পর জ্বালানির দাম বাড়াবে সরকার।
ভারতে চাহিদার ৮৫ শতাংশ তেলই আমদানি করা হয়। সে হিসাবে তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ। দেশের স্থানীয় বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের ওপর, যা অপরিশোধিত তেলের দামের সঙ্গে ওঠানামা করে।