ভারতে হংকং ফ্লুর হানা, ২ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!
ভারতে হংকং ফ্লুর হানা। ছবি : রয়টার্স

ভারতে হংকং ফ্লুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এইচথ্রিএনটু নামের এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে দেশটিতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। মৃত হাসান (৮২) দেশটির কর্ণাটক এবং অপরজন হরি গৌড় হরিয়ানা রাজ্যের বাসিন্দা। খবর এনডিটিভির। 

ভারতীয় গণমাধ্যমটি বলছে, দেশটিতে এটি হংকং ফ্লু নামে পরিচিত। এই ফ্লুতে আক্রান্ত দুজনেরই কোভিডের মতো উপসর্গ ছিল। 

বিশ্বব্যাপী কোভিড সংক্রমণের দুবছর পর ভারতে গত কয়েক মাস ধরেই নতুন করে এইচথ্রিএনটু ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে। এ পর্যন্ত দেশটিতে ৯০ জনের মধ্যে এ ভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা গেছে। ৯ জনের শরীরে হংকং ফ্লু শনাক্ত করা হয়েছে। 

রোগটিকে অত্যন্ত সংক্রামক, বলছেন চিকিৎসকরা। তাদের মতে—আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, হাঁচি, শীতভাবের মতো উপসর্গ দেখা দেয়। পাশাপাশি শরীর ও গলা ব্যথা, মাথা ঘোরা এবং ডায়রিয়ার মতো লক্ষণও থাকতে পারে। এক সপ্তাহ পর্যন্ত এসব লক্ষণ থাকতে পারেও বলে জানান তারা।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ছাড়াও হাঁচি, কাশির মাধ্যমে ছড়াতে পারে অত্যন্ত সংক্রামক এই ভাইরাস। এইচথ্রিএনটু বা হংকং ফ্লুতে  আক্রান্তের বিষয়টি নিশ্চিত না হয়ে  রোগীদের অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরামর্শ না দিতে চিকিৎসকদের পরামর্শ দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।