ভারত ও নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ১১৬

Looks like you've blocked notifications!
ভারত ও নেপালে কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১১৬ জনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

ভারত ও নেপালে কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১১৬ জনের মৃত্যু হয়েছে। আরো অনেকে নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা বুধবার এ কথা জানান।

ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরখণ্ডের কর্মকর্তারা বলেছেন, গত কয়েক দিনে ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন নিখোঁজ রয়েছে। দক্ষিণের রাজ্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বলেছেন, সেখানে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

প্রবল বৃষ্টি ও কয়েক দফা ভূমিধসে মঙ্গলবার ভোরে নৈনিতাল অঞ্চলে পৃথক সাতটি ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে।

স্থানীয় কর্মকর্তা প্রদীপ জৈন বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের, ব্যাপক ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা হুমকলা পান্ডে বলেন, তিন দিন ধরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ৪৩ জন নিখোঁজ রয়েছে। এখনো বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আমরা এসব এলাকা থেকে তথ্য সংগ্রহ করছি। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।