ভারত-পাকিস্তানের ব্যবধান ঘোচানোর চেষ্টা ফেসবুক গ্রুপের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/18/india-pakistan.jpg)
পাকিস্তান ও ভারতের সম্পর্ক যখন শত্রুতা আর উগ্রতা দিয়ে মাপা হয়, তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি গ্রুপ এই দুই প্রতিবেশী দেশের মানুষের মধ্যে হৃদ্যতার সম্পর্ক গড়ার চেষ্টা করছে। পাকিস্তানের কয়েক জন ঐতিহ্যপ্রেমী তিন বছর আগে ‘ইন্ডিয়া পাকিস্তান হেরিটেজ ক্লাব’ নামের গ্রুপটি তৈরি করেন। বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা এক লাখ ৯৪ হাজার। সংবাদমাধ্যম পাকিস্তান টুডে এ খবর জানিয়েছে।
আনাদোলু এজেন্সির বরাত দিয়ে পাকিস্তান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তান ও ভারতের স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ‘ইন্ডিয়া পাকিস্তান হেরিটেজ ক্লাব’ রেকর্ড করে রাখা মানুষের কথার মাধ্যমে ইতিহাস তুলে ধরে। লাহোরের বাসিন্দা ইমরান উইলিয়াম এ তথ্য জানান। উইলিয়াম দাবি করেন, ‘এই গ্রুপটি ১৯৪৭ সালে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোকে সফলতার সঙ্গে সংযুক্ত করেছে।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/08/18/india-pakistan-inside.jpg 584w)
ইমরান উইলিয়াম জানান, তাঁদের গ্রুপের লক্ষ্য হচ্ছে ইতিবাচক উপায়ে উভয়পক্ষের মানুষকে সংযুক্ত করা। পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ও ভালোবাসার সম্পর্ক তৈরি করা।
ইমরান উইলিয়াম বলেন, ‘অনেক সময়ই ভারতের বাসিন্দারা পাকিস্তানে তাঁদের পূর্বপুরুষের স্থান দেখানোর অনুরোধ করতেন। অনেক বারই আমি তাঁদের এসব পূর্বপুরুষের স্থানে গিয়েছি এবং তাঁদের এসব জায়গা দেখিয়েছি। তাঁদের আমি ভিডিওকল দিয়েছি এবং সে সময় খুব আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হতো। নিজেদের বাল্যকালের জায়গা দেখতে পেয়ে তাঁরা আবেগে কেঁদে ফেলতেন।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/18/india-pakistan-inside2.jpg)
গ্রুপটির অ্যাডমিনিস্ট্রেটরের পক্ষ থেকে বলা হয়েছে—এই গ্রুপে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সদস্য রয়েছে। ভারত ও পাকিস্তান থেকে গ্রুপে মডারেটর রয়েছেন। তাঁরা ‘নেতিবাচক কোনো কিছু পোস্ট’ যেন গ্রুপে পোস্ট না হয়, তা দেখভাল করেন।
এক বছর আগে এই গ্রুপে যোগ দেন অংশুমান জাখমোলা। তিনি এখন গ্রুপের দুজন অ্যাডমিনিস্ট্রেটরের একজন। আনাদুলো এজেন্সিকে তিনি বলেন, ‘যাঁরা দেশ ত্যাগ করেছিলেন, তাঁদের কথা ও অভিজ্ঞতা জানতে চেয়েছি। আমি দেখেছি, কিছু মানুষ এখনও তাঁদের হারিয়ে ফেলা স্বজনদের খুঁজছেন।’