ভারত-পাকিস্তান সীমান্তে ১৫০ মিটার দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান

Looks like you've blocked notifications!
ভারতের জম্মু রাজ্যের ভারত-পাকিস্তান সীমান্তে একটি সুড়ঙ্গের খোঁজ পেয়েছে দেশটির সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু রাজ্যের ভারত-পাকিস্তান সীমান্তে একটি সুড়ঙ্গের খোঁজ পেয়েছে দেশটির সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। এটি গত ছয় মাসের মধ্যে জম্মু সীমান্তে বিএসএফের খুঁজে পাওয়া চতুর্থ সুড়ঙ্গ।

বিএসএফের বরাত দিয়ে শনিবার টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সঙ্গে সংযোগ স্থাপনকারী এই আন্তসীমান্ত সুড়ঙ্গটি প্রায় ১৫০ মিটার দীর্ঘ, তিন ফুট চওড়া ও ৩০ ফুট গভীর।

বিএসএফের মুখপাত্র জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মুর পানসার এলাকায় সুড়ঙ্গটি পাওয়া যায়।

বিএসএফ আরো জানায়, সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে পাকিস্তান থেকে। পাকিস্তানের সাকরগড় জেলার আভিয়াল ডোগড়া এবং কিংরে-দে-কোঠে এলাকায় পাকিস্তান সীমান্ত ফাঁড়ির ক্যাম্প ছিল। আর সেখান থেকেই সুড়ঙ্গ খনন করা হয়েছে।

গত বছর জম্মুতে এমন অন্তত ১০টি সুড়ঙ্গ পাওয়া গিয়েছিল বলে জানিয়েছে বিএসএফ।

জম্মু রাজ্যের এই সুড়ঙ্গটি খুঁজে পাওয়ার পর ওই এলাকাটি ঘিরে রেখেছে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।