ভারি তুষারপাতের কারণে জাপানে ১০০ ফ্লাইট বাতিল

Looks like you've blocked notifications!
ভারি তুষারপাতের কারণে জাপানের উত্তরা ও পশ্চিমাঞ্চলে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। ছবি : রয়টার্স

ভারি তুষারপাতের কারণে জাপানের উত্তরা ও পশ্চিমাঞ্চলে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার দেশটির দুটি বৃহত্তম এয়ারলাইন্স একথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এএনএ হোল্ডিংসের অপারশেন্স ডিরেক্টর হিরোয়াকি হায়াকাওয়া জানান, স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত তাদের ৭৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে, এতে প্রায় পাঁচ হাজার ১০০ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

জাপান এয়ারলাইন্সের অপারেশন্স বিভাগের একজন প্রতিনিধি জানিয়েছেন, বিকাল ৪টা পর্যন্ত তাদের ৪৯টি ফ্লাইট বাতিল হয়েছে আর এতে দুই হাজার ৪৬০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দ্রুত বিস্তারের কারণে বড়দিনের ছুটির মধ্যে বিশ্বব্যাপী কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়েছে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত মোট ২৩১ জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে বিদেশ থেকে আসা লোকজনও আছে আর স্থানীয়ভাবে সামাজিক সংক্রমণের শিকার হয়েছেন কয়েক ডজন। ওমিক্রনের হুমকি ঠেকাতে দেশটি সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করেছে।