ভালোবাসা দিবস উপলক্ষে ফ্রিতে কনডম দিচ্ছে থাই সরকার
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিনামূল্যে সাড়ে ৯ কোটি কনডম দেওয়া শুরু করেছে থাইল্যান্ডের সরকার। নিরাপদ যৌন মিলন ও কিশোরীদের গর্ভধারণ এড়াতেই নাকি এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। এই পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ এশীয় দেশটি সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামিডিয়া, এইডস ও সার্ভিকাল ক্যান্সারের মতো যৌনবাহিত রোগ প্রতিরোধ করতে চাচ্ছে। ব্লুমবার্গের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
বর্তমানে থাইল্যান্ডের জনগণ প্রায় সাত কোটি। এর মধ্যে পাঁচ কোটি জনগণ ‘গোল্ড কার্ড’, অর্থাৎ সরকারের সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রকল্পের সুবিধাভোগী। এসব কার্ডধারীরা নির্ধারিত সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে কনডমের এই সুবিধা নিতে পারবেন।
থাই সরকারের মুখপাত্র রাচাদা ডানড্রেক বলেন, ‘গোল্ড কার্ডধারীরা ফেব্রুয়ারির ১ তারিখ থেকে কার্ডটি দেখিয়ে প্রতি সপ্তাহে হাসপাতালগুলো থেকে ১০টি করে কনডম নিতে পারবেন। চারটি সাইজের কনডম হাসপাতালগুলোকে দেওয়া হয়েছে। কার্ডধারীরা নিজেদের ইচ্ছামত সাইজের কনডম নিতে পারবেন।’
এই নারী আরও বলেন, ‘এই ক্যাম্পেইনের মূল উদ্দেশে যৌনবাহিত রোগ কমানো।’
আগের বছরগুলোতে থাইল্যান্ডে ব্যাপকভাবে যৌনবাহিত রোগ ছড়িয়ে যায়। ২০২১ সালে দেশটিতে শনাক্ত হওয়া যৌন রোগীর মধ্যে অর্ধেকই সিফিলিস ও গনোরিয়ায় আক্রান্ত ছিলেন। আক্রান্তদের বেশিরভাগের বয়স ১৫ থেকে ১৯ কিংবা ২০ থেকে ২৪ এর মধ্যে। এর ফলেই থাই সরকার কনডম বিতরণের এই পদক্ষেপ নিয়েছে।
২০২১ সালের সমীক্ষা অনুযায়ী, থাইল্যান্ডের ১৫ থেকে ১৯ বছরের কিশোরীদের মধ্যে হাজারপ্রতি ২৪ দশমিক চার জন মা হন।