ভূমিকম্পে পাকিস্তান, আফগানিস্তানে নিহত অন্তত ১২

Looks like you've blocked notifications!
ভূমিকম্পের প্রতীকী ছবি রয়টার্সের

পাকিস্তান ও আফগানিস্তানে  শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জন নিহত হয়েছে। এদের নয়জন পাকিস্তানের এবং তিনজন আফগানিস্তানের নাগরিক।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় আফগানিস্তানের জুর্ম শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পাকিস্তান, আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তে ৬.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসি ও আলজাজিরার।

আফগানিস্তানে নওরোজ বা নববর্ষ উদযাপন চলাকালেই ভূমিকম্পটি আঘাত হানে।এতে গৃহহীন হয়ে পড়েছে বহু মানুষ।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানায় দেশটিতে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। এতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় দুর্গম পাহাড়ী এলাকা খাইবার পাখতুনখোয়া,  রাজধানী ইসলামাবাদ ও লাহোরে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় সবচেয়ে বেশি। নিহতদের নয়জনই খাইবার পাখতুনখোয়ার। আহত হয় দুই শতাধিক।  ভূমিকম্পে মাটিতে ফাটল দেখা দেয়। ক্ষতিগ্রস্ত হয় বেশকিছু ঘরবাড়ি ও স্থাপনা।

ভূমিকম্পের তীব্রতা এতোই শক্তিশালী ছিল যে ভারত ,উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান কিরগিজস্তান, তুর্কেমিনিস্তানসহ ১০০০ কিলোমিটারেরও বেশি এলাকায় এর কম্পন অনুভূত হয়।