ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ ‘ভিত্তিহীন’ : রাশিয়া
রাশিয়ার তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। তবে তাদের এই সন্দেহকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার ভ্যাকসিনের কার্যকারিতার নিয়ে আন্তর্জাতিক মহলের যে উদ্বেগ সেটিকে ‘একেবারেই ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। সেই সঙ্গে এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিশ্ববাসীকে আশ্বস্ত করেছেন মিখাইল।
এর আগে মঙ্গলবার সবার আগে করোনা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তবে এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জার্মানি। দ্রুততার সঙ্গে রাশিয়া নিজেদের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বলে তাতে বিষ্ময় প্রকাশ করে কানাডা।
প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য প্রকাশ না করায় মার্কিন বিশেষজ্ঞরা বলেন, ক্লিনিক্যাল ট্রায়াল না হলে এটা নেওয়া কোনোভাবেই সম্ভব নয়।
একইভাবে জার্মানি, স্পেন ও ফ্রান্সের বিজ্ঞানীরাও রাশিয়ার এই ভ্যাকসিন নিয়ে সতর্কতা দিয়েছেন।
তবে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল বলেন, ‘আমাদের বিদেশি বন্ধুরা রাশিয়ার ওষুধ নিয়ে নির্দিষ্ট করে প্রতিযোগিতামূলক সুবিধার বিষয়টি নিয়ে আসছে এবং মতামত জানাচ্ছে। এগুলো একেবারেই ভিত্তিহীন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সুরক্ষা সম্পর্কিত সব তথ্য কঠোরভাবে পর্যালোচনা করেই ভ্যাকসিনের ছাড়পত্র দেবে তারা। এ নিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছে সংস্থাটি।