মইসি হত্যা : জ্যামাইকায় প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
জোভেনেল মইসি। ছবি : সংগৃহীত

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি হত্যায় জড়িত প্রধান সন্দেহভাজনদের একজন দেশটির সাবেক সিনেটর জন জোয়েল জোসেফকে গ্রেপ্তার করেছে জ্যামাইকা কর্তৃপক্ষ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন জ্যামাইকা কনস্টাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস।

গত বছরের ৭ জুলাই হাইতির রাজধানী পোর্ট অ-প্রিন্সে একদল বন্দুকধারী বাসভবনের ভেতরে ঢুকে প্রেসিডেন্ট মইসিকে হত্যা করে। জোসেফই ওই হামলার অস্ত্র সরবরাহ করেছিলেন বলে ঘটনার পরপরই অভিযোগ করেছিলেন হাইতির পুলিশপ্রধান লিওন চার্লস। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) অনুরোধের পর হাইতির সাবেক এ সিনেটরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা বলতে রাজি হননি ব্রুকস। এফবিআইও মইসি হত্যাকাণ্ডের তদন্ত করছে।

হাইতির পুলিশের ১২৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে মইসি হত্যার পরিকল্পনায় জোসেফ ব্যাপকভাবে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করা হয়েছে, জানিয়েছে মায়ামি হেরাল্ড।

মইসিকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে চলতি মাসে যুক্তরাষ্ট্র কলম্বিয়ার সাবেক সামরিক কর্মকর্তা মারিও আন্তোনিও পালাসিওসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও এনেছে।

বিবিসি জানিয়েছে, মবিস হত্যাকাণ্ডের তদন্ত অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে; গুরুত্বপূর্ণ কয়েক কর্মকর্তার পদত্যাগের ফলে তদন্তকাজ বেশ পিছিয়েও গেছে।