মধ্য ইউক্রেনে রাশিয়ার ৮০টি রকেট হামলা, নিহত ১৩

Looks like you've blocked notifications!

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাতের বেলায় রাশিয়ার রকেট হামলায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এ হামলায় গুরুতর আহত হয়েছে অন্তত পাঁচ জন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান রেজনিচেঙ্কো আজ বুধবার টেলিগ্রাম পোস্টে বলেন, নিকোপোল জেলার মিরিভস্কা ও মারহানেৎস শহরের আবাসিক এলাকায় মঙ্গলবার রাতে ৮০টি রকেট হামলায় ১৩ জন নিহত হয়েছে।

রাশিয়ার দখলকৃত জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন নিপ্রো নদীর তীরেই মারহানেৎস শহর অবস্থিত। ২০টিরও বেশি বহুতল ভবন, একটি সাংস্কৃতিক কেন্দ্র, দুটি স্কুল, সিটি কাউন্সিল ভবন এবং কয়েকটি প্রশাসনিক ভবনে হামলা চালানো হয়।

রকেট হামলার কারণে মারহানেৎস শহরের কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন এবং মিরিভস্কায় গ্যাসের সংযোগবিচ্ছিন্ন অবস্থায় ছিল।