মাউন্ট এভারেস্টে পৌঁছে গেছে করোনাভাইরাস

Looks like you've blocked notifications!
পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের নেপালি গাইড বুদধি বাহাদুর লামা করোনায় আক্রান্ত হয়েছেন। ছবি : সংগৃহীত

পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহীদের নেপালি গাইড বুদধি বাহাদুর লামা করোনায় আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে তাবুতে আইসোলেশনে রয়েছেন। পর্বতারোহীরা বলেছেন, এতে বেজ ক্যাম্পে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

চারজনের অভিযাত্রী দলের সদস্য বাহাদুর লামা যিনি বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ার পাদদেশে করোনায় আক্রান্ত হয়েছেন, এতে অন্যদের মধ্যে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। খবর সিএনএর।

৩৫ বছর বয়সী লামা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটি কেবল আমাদের সমস্যা নয়, এই মুহূর্তে বেজ ক্যাম্পের বেশির ভাগ দলেই এই সংক্রমণ ঘটেছে।’

পর্বতারোহী দলের সদস্যদের মধ্যে করোনা পজিটিভ হওয়ার আশঙ্কা করার পর অন্তত দুটি কোম্পানি পর্বতারোহন স্থগিত করায় কয়েক ডজন পর্বতারোহীকে আকাশ পথে ক্যাম্প থেকে সরিয়ে আনা হয়েছে।

যদিও নেপাল কর্তৃপক্ষ এখনও এভারেস্টে কারো করোনা সংক্রমিত হওয়ার ঘটনা স্বীকার করেনি। গত বছর দেশটির পর্যটন শিল্পে কোভিড শাটডাউনের কারণে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

বাহাদুর লামার উপসর্গ হালকা। তবে তিনি বলেন, অনেক পর্বতারোহী গুরুতর অসুস্থ হয়েছেন। তুলনামূলক উষ্ণ আবহাওয়ায় এভারেস্ট ও অন্যান্য শৃঙ্গে পর্বতারোহনের এই মৌসুমে নেপালে কোভিড- ১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা একই সময়ে ঘটল।

নেপালে প্রতিদিন গড়ে আট হাজার লোক করোনায় আক্রান্ত হচ্ছে। দুই মাস আগে থেকে পর্বতারোহন শুরু হয়েছে, প্রায় এক হাজার পর্বতারোহী এখন তাবুতে রয়েছেন, তাদের সঙ্গে নেপালি গাইড রয়েছে।

এরই মধ্যে ৩৫০ জনের বেশি পর্বতারোহী সামিটের কাছাকাছি রয়েছেন, তবে তারা পরবর্তী উপযোগী আবহাওয়ার অপেক্ষায় বেজ ক্যাম্পে রয়েছেন। এই উচ্চতায় শ্বাস নেওয়াই কঠিন, সেখানে করোনা উপসর্গ দেখা দিলে সেটা মারাত্মক ঝুঁকিপূর্ণ।

ক্যাম্প ক্লিনিকের এক কর্মকর্তা বলেছেন, সম্প্রতি স্বাস্থ্যগত কারণে ৩০ জনের বেশি পর্বতারোহীকে আকাশ পথে সরিয়ে আনা হয়েছে, তাদের অনেকে সামাজিক মাধ্যমে পোস্টে তাদের করোনার চিকিৎসার কথা জানিয়েছেন।