মাউন্ট এভারেস্টে রুশ পর্বতারোহীর মৃত্যু

Looks like you've blocked notifications!
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। ছবি : রয়টার্স

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণের সময় এক রুশ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে মারা যাওয়া ওই পর্বতারোহী নাম পাভেল কোস্ট্রিকিন।

গত মার্চ মাসে শুরু হওয়া পর্বতারোহণের চলতি মৌসুমে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে প্রথম কোনো বিদেশীর মৃত্যু হয়েছে। রোববার একজন নেপালি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

৫৫ বছর বয়সি পাভেল কোস্ট্রিকিন গত শনিবার পর্বতের আট হাজার ৮৪৮ মিটার উঁচু থেকে ঘুরে বেস ক্যাম্পে আসার সময় প্রায় পাঁচ হাজার ৩৬০ মিটার (১৭,৫৮৫ ফুট) উচ্চতায় মারা যান।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা বিশ্ব কুমার ভট্টরাই বলেন, ‘রুশ ওই পর্বতারোহী ক্যাম্প-২ তে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে ক্যাম্প-১ এ নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।’

ক্যাম্প-২ এর উচ্চতা প্রায় ছয় হাজার ৪০০ মিটার (২০,৯৯৭)। হাইকিং কর্মকর্তারা বলেছেন, আবহাওয়ার অবস্থা ভাল হলে কোস্ট্রিকিনের লাশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে।

১৯৫৩ সালে পর্বতারোহণ শুরু হওয়ার পর মাউন্ট এভারেস্টে আরোহণ হয়েছে দশ হাজার ৬৫৭ বার। নেপাল এবং তিব্বত দুই অংশ দিয়েই মাউন্ট এভারেস্টে আরোহণ করেছে মানুষ।

অনেকে কয়েকবারও সেখানে চড়েছেন। হিমালয়ের ডাটাবেসের তথ্যানুসারে, পর্বতারোহণ করতে গিয়ে এ পর্যন্ত ৩১১ জন মারা গেছেন।