মাক্রোঁকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননা করে দেওয়া ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে লিবিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অবিলম্বে মাক্রোঁকে বিশ্বের মুসলিমদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।
লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-কাবলাবি সোমবার বলেছেন, মাক্রোঁর ইসলাম নিয়ে অবমাননাকর বক্তব্যে তার প্রতি মানুষের ঘৃণা বেড়েছে। তিনি দেশে রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে এ ধরনের বক্তব্য দিয়েছেন।
লিবিয়ার এই মুখপাত্র ইউরোপীয় মানবাধিকার আদালতের পক্ষ থেকে ২০১৮ সালে দেওয়া এক রায়ের কথা উল্লেখ করেন যেখানে বলা হয়েছে, ইসলামের নবী (সা.)-এর অবমাননা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। তিনি এই উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য মাক্রোঁর প্রতি আহ্বান জানান।
এর আগে লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকারের সর্বোচ্চ পরিষদ মাক্রোঁর ইসলাম নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ফ্রান্সের টোটাল কোম্পানিকে লিবিয়া থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে লিবিয়ায় আরো যেসব ফরাসি কোম্পানি কাজ করছে তাদের সঙ্গেও চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে এই পরিষদ।
ফরাসি পত্রিকা শার্লি হেবদো সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)-এর অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ ঘোষণা করেছেন, তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে।
ফরাসি প্রেসিডেন্টের এই ইসলাম অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়ছে। ইরানসহ বহু মুসলিম দেশে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে এবং মাক্রোঁকে তার ইসলামবিদ্বেষী বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।