মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী ‘জরুরি অবস্থা’ জারি

Looks like you've blocked notifications!
মাঙ্কিপক্স ভাইরাস পজিটিভ ও নেগেটিভ চিহ্নিত কয়েকটি টেস্ট টিউব। ছবি : রয়টার্স

মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা অর্থাৎ ‘জরুরি অবস্থা’ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আজ শনিবার সংস্থাটির প্রধান ডা. টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস এ ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

৫০টিরও বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় একে ‘আন্তর্জাতিক উদ্বেগজনক জরুরি’ পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করে ডব্লিউএইচও। বিশ্বব্যাপী এ পর্যন্ত সাড়ে ১৬ হাজারের বেশি মানুষের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

তবে বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ কমিটির সদস্যরা এখন পর্যন্ত মাঙ্কিপক্সের কারণে জরুরি অবস্থা ঘোষণার প্রশ্নে দ্বিধাবিভক্ত রয়েছেন। এ সত্ত্বেও সংস্থাটির প্রধান জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন। সংস্থার ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।

টেড্রোস আধানম বলেন, ‘আমাদের চারপাশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ছে। বিশ্বব্যাপী নতুন নতুন রূপে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তবে আমরা বুঝতে পারছি, সংখ্যাটা ছোট। কিন্তু আন্তর্জাতিক স্বাস্থ্য নীতি মোতাবেক সর্বোচ্চ সতর্কতা জারির শর্ত হাজির রয়েছে।’