মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান

Looks like you've blocked notifications!
মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে রাশিয়াতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান জানিয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে রুশ জনতার একাংশকে যুদ্ধে পাঠানোর কথা ঘোষণা করেছেন পুতিন। মূলত পুতিনের তরফ থেকে এমন ঘোষণা আসার পর এই সতর্কতা দেওয়া হলো।

এর আগেও আমেরিকানদের রাশিয়ায় ভ্রমণ না করার এবং অবিলম্বে রাশিয়া ত্যাগ করার জন্য সতর্ক করা হয়েছে। 

এবারের সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়া দ্বৈত নাগরিকদের মার্কিন নাগরিকত্বে স্বীকৃতি নাও দিতে পারে, মার্কিন কনস্যুলার সহায়তা পেতে তাদের বাধা দেওয়া হতে পারে, তাদের রাশিয়া ত্যাগ নিষিদ্ধ হতে পারে এবং দ্বৈত নাগরিকদের সামরিক চাকরিতে নিয়োগ দেওয়া হতে পারে।

মার্কিন দূতাবাসের ওই সতর্কতায় মার্কিন নাগরিকদের সব ধরনের রাজনৈতিক বা সামাজিক কর্মসূচি এড়িয়ে চলতে বলা হয়েছে। একই সঙ্গে ওই ধরনের কোনো কর্মসূচিতে কোনো  নিরাপত্তাকর্মীর ছবি না তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, রাশিয়ান কর্তৃপক্ষ বিক্ষোভে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের গ্রেপ্তার করেছে। খবর সিএনএনের।