মার্কিন পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

Looks like you've blocked notifications!
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ছবি : সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তাঁর করোনা শনাক্ত হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, করোনা আক্রান্ত হলেও ব্লিনকেনের শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ এ কূটনীতিকের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া আছে। বেশ কয়েক দিন ধরে তাঁর সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা-সাক্ষাৎ হয়নি। তাই, বাইডেনকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে না। খবর রয়টার্সের।

বিবৃতিতে আরও বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী নিজ বাসায় আইসোলেশনে থাকবেন এবং ভার্চুয়ালি কাজ করবেন। তিনি যত দ্রুতসম্ভব কর্মস্থলে ফিরে আসা এবং পূর্ণ দায়িত্ব পালন ও বিভিন্ন সফরের জন্য মুখিয়ে আছেন।

বুধবার দিনের শেষে করোনা শনাক্ত হওয়ার আগে মঙ্গলবার তিনি করোনা নেগেটিভ ছিলেন। এমনকি বুধবার দিনের শুরুতেও পরীক্ষায় তিনি করোনা নেগেটিভ ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।