মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৫

Looks like you've blocked notifications!
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের নেভাদায় বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পশ্চিম নেভাদায় এই দুর্ঘটনা ঘটে। বিমানটি চিকিৎসা সেবায় নিয়োজিত ছিল বলে জানা গেছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

মার্কিন গণমাধ্যমটি জানায়, বিমানটি নেভাদার স্টেজকোচের কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানটির পাইলট, নার্স, প্যারামেডিক, রোগী ও রোগীর স্বজন মারা গেছেন। বিমানটি রেমসা হেলথের ছিল। কেয়ার ফ্লাইট সার্ভিস এসব তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিমান সংশ্লিষ্ট সংস্থাটি লেখে, দুর্ঘটনায় বিমান থাকা সবাই মারা গেছে বলে নিশ্চিত করেছে সেন্ট্রাল লিয়ন কাউন্টির ফায়ার সার্ভিস। বিমানের কেউ আর বেঁচে নেই। বিষয়টি নিয়ে আমরা শোকাহত। নিহতের পরিবারগুলোকে বিষয়টি জানানো হচ্ছে।

লিয়ন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে বিমান বিধ্বস্ত হয়। ১১টা ১৫ মিনিটে আমাদের কাছে খবরটি পৌঁছায়। তবে, কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।