মার্কিন যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

Looks like you've blocked notifications!
মাঙ্কিপক্স পরীক্ষার প্রতীকী ছবি

মাঙ্কিপক্সে প্রথমবারের মতো মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির টেক্সাসে একজন মারা যান, যার শরীরে মাঙ্কিপক্সের উপস্থিতি ছিল। প্রদেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

টেক্সাসের স্বাস্থ্য বিভাগ বলছে, মাঙ্কিপক্সে প্রথম মৃত ব্যক্তি রোগপ্রতিরোধহীনতায় ভুগছিলেন। স্বাস্থ্য বিভাগ আরও বলছে, এ ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে যে মাঙ্কিপক্স এই মৃত্যুতে কতোটা ভূমিকা রেখেছে। তারা বলছে, এটি যদিও বেদনাদায়ক, তবে খুবই কম মারাত্মক।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের মুখপাত্র স্কট পাওলি তথ্য স্বীকার করে বলেছেন, টেক্সাসের হ্যারিস কাউন্টিতে একজন প্রাপ্তবয়স্কের মৃত্যুর খবর তারা পেয়েছেন।