মালদ্বীপে আগুনে পুড়ে বাংলাদেশিসহ ১০ প্রবাসী শ্রমিকের মৃত্যু

Looks like you've blocked notifications!
মালদ্বীপের রাজধানী মালেতে একটি ভবনে আগুন লেগে এক বাংলাদেশিসহ ১০ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

মালদ্বীপের রাজধানী মালেতে একটি ভবনে আগুন লেগে এক বাংলাদেশিসহ ১০ প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। মালের মাফান্নু এলাকার ওই ভবনে থাকতেন তারা।

বৃহস্পতিবারের এ অগ্নিকাণ্ডে আরও কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দমকল বাহিনী। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

যেখানে আগুন লেগেছে এটি ঘনবসতি এলাকা হিসেবে পরিচিত। স্থানীয় কর্তৃপক্ষ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, মরা ১০ জনের মরদেহ পেয়েছি। আগুনে নেভাতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে।’

নিহতদের মধ্যে এক বাংলাদেশি এবং ৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন এক নিরাপত্তা কর্মকর্তা।

মালদ্বীপে বিদেশি শ্রমিকদের যে শর্ত রয়েছে তার সমালোচনা করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। মালদ্বীপে দক্ষ লোকদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বলে জানা গেছে।