মালিতে আইএস সমর্থিত জঙ্গিদের হামলায় নিহত ৩০

Looks like you've blocked notifications!
মালির কিদাল এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষীরা অবস্থান নিয়েছে। ফাইল ছবি: রয়টার্স

মালিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি সহযোগী সংগঠনের হামলায় অন্তত ৩০ বেসামরিক নিহত হয়েছে বলে দেশটির সরকারপন্থি মিলিশিয়াদের একটি জোট জানিয়েছে।

শুক্রবার রাতে তারা জানিয়েছে, চলতি সপ্তাহে বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্ত সংলগ্ন মালির একটি সহিংসতা কবলিত শহরে হামলাটি হয়।

প্লাটফর্ম নামে পরিচিত ওই জোট বলেছে, মঙ্গলবার গাও অঞ্চলের তালাতায়ে শহরের কাছে তাদের যোদ্ধাদের ওপর হামলা চালায় এবং তাদের পিছু হটতে বাধ্য করে। এই এলাকাটি দীর্ঘদিন ধরে জঙ্গি ও মিলিশিয়াদের মধ্যে সহিংসতার একটি উত্তপ্ত ক্ষেত্র হয়ে আছে। খবর রয়টার্সের।

অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে প্লাটফর্ম বলেছে, জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানোর পাশাপাশি দোকানপাট লুট করে ও খাদ্য মজুতে আগুন ধরিয়ে দেয়, এ সময় তাদের তিন যোদ্ধাও নিহত হয়।

‘প্লাটফর্মের পাঠানো অতিরিক্ত বাহিনী তালতায়ে উপস্থিত হয়ে নির্বিচার হত্যাযজ্ঞের ওই পরিস্থিতি দেখার পাশাপাশি নারী ও শিশুরা শহরটিতে দুই দিন ধরে না খেয়ে ঘুরে বেড়াচ্ছে বলে জানতে পারে,’ বলেছে তারা।

কোনো পক্ষ কথিত এই হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে মালির কর্তৃপক্ষও সাড়া দেয়নি।