মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক, পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা

Looks like you've blocked notifications!
রাজধানী বামাকোর রাস্তায় সেনাবাহিনীকে অভিনন্দন জানায় মালির জনগণ। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাষ্ট্রীয় ক্ষমতার দখল নিয়েছে সেনাবাহিনী। সেনা বিদ্রোহে আটকের পর পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। পাশাপাশি সরকার ও পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় টিভিতে দেওয়া ভাষণে নিজের পদত্যাগ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন মালির প্রেসিডেন্ট। এই ঘোষণার কিছুক্ষণ আগে বিদ্রোহী সেনারা মালির প্রধানমন্ত্রী বোবো সিসেকে আটক করে রাজধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের একটি সমারিক ঘাঁটিতে নিয়ে যায়। সে সময় গোলাগুলির শব্দও পাওয়া গেছে।

এদিকে মালির প্রধানমন্ত্রীকে আটক ও সেনা বিদ্রোহের ঘটনার নিন্দা জানিয়েছে দেশটির সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্স।

বিবিসি বলছে, মালির প্রধান সেনা ঘাটির উপপ্রধান কর্নেল মালিক ডিআউয়ের নেতৃত্বে এই অভ্যুত্থান ঘটেছে। তারা ফ্রান্সের সমঝোতার আহ্বানকে উড়িয়ে দিয়ে সারাদিন ধরে বিক্ষিপ্তভাবে সরকারি বিভিন্ন ভবনে আগুন দিয়েছে।