মায়ের মতোই জাতির সেবা করতে চান ব্রিটেনের রাজা চার্লস

Looks like you've blocked notifications!
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ছবি : বিবিসি

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্বাধীন রাজা হিসেবে চার্লস আজ ব্রিটিশ সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) জাতির উদ্দেশে ভাষণ দেন। ৭৩ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস বাকিংহাম প্যালেসে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে সাক্ষাৎ করে ইতোমধ্যে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন শুরু করেছেন।

ভাষণে রাজা তৃতীয় চার্লস বলেন, মায়ের মৃত্যুতে যে ব্যক্তিগত দুঃখ আমরা বয়ে বেড়াচ্ছি, তা যুক্তরাজ্যের হাজারো মানুষের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি। পাশাপাশি এই বেদনা ভাগ করে নেওয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি কমনওয়েল্থ দেশগুলোসহ বিশ্বের অন্যান্য জাতির প্রতি; যাদের সেবায় আমার মা ৭০টি বছর পার করেছেন।

রাজা চার্লস বলেন, ‘ভালোবাসার রীতি অনুসরণের মাধ্যমে আমার মা জাতিকে উন্নয়নের শিখড়ে নিয়ে গেছেন। তাঁর সেই রাজত্বে সম্মান অর্জনই ছিল প্রেরণার উৎস। তাঁর উৎসর্গ করার মানসিকতা কখনোই ভুলবার নয়।’