মিসরের গির্জায় অগ্নিকাণ্ডে নিহত ৪১

Looks like you've blocked notifications!
মিসরের কায়রোর কাছে গিজা শহরে একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

মিসরের একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কায়রোর কাছে গিজা শহরের ওই গির্জায় অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৫৫ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা আজ রোববার এ তথ্য জানিয়েছে।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইমবাবা পাড়ায় আবু সিফিন কপটিক গির্জায় আগুনে ‘বেশ কিছু’ লোক নিহত হয়েছেন। দুটি নিরাপত্তাসূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, পাঁচ হাজার উপাসক সেখানে উপস্থিত ছিলেন। ইলেক্ট্রিক শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়লে ছোটাছুটির একপর্যায়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

আগুন নেভানোর জন্য পনেরটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে যায়। অন্যদিকে, অ্যাম্বুলেন্সে করে হতাহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি মুঠোফোনে দ্বিতীয় কপটিক খ্রিস্টান পোপ তাওয়াড্রোসের সঙ্গে মুঠোফোনে তাঁর সমবেদনা জানিয়েছেন। তিনি তাঁর ফেসবুক পেজে বলেছেন, ‘আমি সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানকে এই ঘটনা মোকাবিলা এবং আহতদের স্বাস্থ্যসেবার যাবতীয় দিক দেখভালের জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।’