মিসরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১, আহত ৯৮

Looks like you've blocked notifications!
মিসরের রাজধানী কায়রো থেকে ৪০ কিলোমিটার দূরে কৃষি শহর তৌখে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ মিসরে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৯৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানায়।

গতকাল রোববার রাজধানী কায়রো থেকে ৪০ কিলোমিটার দূরে কৃষি শহর তৌখে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি কায়রো থেকে মানসৌরায় যাওয়ার পথে এর চারটি বগি লাইনচ্যুত হয়। খবর সিএনএনের।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ছাড়া অনেকগুলো অ্যাম্বুলেন্সও সেখানে পাঠানো হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষকে সর্বশেষ এ দুর্ঘটনা খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছেন।

এদিকে গত মাসে দেশটিতে যে ট্রেন দুর্ঘটনা ঘটে তাতে অন্তত ২০ জন নিহত হয়েছিল। সেই ক্ষত মুছে যাওয়ার আগেই নতুন এ দুর্ঘটনা ঘটল।

একটি নিরাপত্তা সূত্র বলছে, জিজ্ঞাসাবাদের জন্য ট্রেনের লোকোমাস্টারসহ কয়েকজন রেলকর্মকর্তাকে আটক করা হয়েছে।