মিয়ানমারে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১২

Looks like you've blocked notifications!
বিধ্বস্ত সামরিক প্লেন। ছবি : সংগৃহীত

মিয়ানমারে দ্বিতীয় বৃহৎ শহর মান্দালয়ে আজ বৃহস্পতিবার একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। মান্দালয়ের ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেনাবাহিনী নিয়ন্ত্রিত মাইওয়াদি টেলিভিশনের তথ্য অনুযায়ী, সামরিক প্লেনটি মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে উড্ডয়ন করে পিন ও লুইন শহরের দিকে যাচ্ছিল। সেখানে অবতরণের সময় একটি ইস্পাতের প্ল্যান্টের প্রায় ৩০০ মিটার দূরে বিধ্বস্ত হয়।

একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিধ্বস্ত প্লেনটিতে ছয়জন সামরিক কর্মকর্তা ও ভিক্ষু ছিলেন। তাঁরা একটি বৌদ্ধ মঠে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর উড়োজাহাজের পাইলট এবং একজন যাত্রী বেঁচে আছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।