মুম্বাইয়ে পরিত্যক্ত হাসপাতাল ভবন থেকে ৪ মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
ভারতের একটি পরিত্যক্ত হাসপাতালের ভবন থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের একটি পরিত্যক্ত হাসপাতালের ভবন থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুম্বাইয়ের কান্দিভালি এলাকার একটি হাসপাতাল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পুলিশ বলছে, নিহত চার জনের মধ্যে তিন জন একই পরিবারের। মরদেহ উদ্ধারের সময় চারটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।

মৃতরা হলেন—কিরণ দালভি, তাঁর দুই মেয়ে মুসকান ও ভূমি এবং অপরজনের নাম শিবদয়াল সেন।

পুলিশ বলছে, হাসপাতালটি ১৫ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পরিবারটি হাসপাতাল ভবনের ভেতরই থাকতেন।

পুলিশ জানিয়েছে, নিহত চার জনের মধ্যে দুজনের মরদেহ ভবনটির তিন তলার একটি পুল থেকে উদ্ধার করা হয়েছে। আর অন্য দুজনের মরদেহ দোতলায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া, এ ঘটনায় তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে।