মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধানের যাবজ্জীবন কারাদণ্ড

Looks like you've blocked notifications!
মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধান মাহমুদ ইজাত। ছবি : রয়টার্স

মিসরের একটি আদালত মুসলিম ব্রাদারহুডের সাবেক ভারপ্রাপ্ত প্রধান মাহমুদ ইজাতকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। কয়েক মাস আগে রাজধানী কায়রোর একটি অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার তাঁকে এ সাজা দিলেন আদালত। খবর বিবিসি ও রয়টার্সের।

২০১৩ সালে মিসরের ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর থেকে দেশটিতে ব্রাদারহুডের বিরুদ্ধে যে সাঁড়াশি অভিযান চলছে, এরই ধারাবাহিকতায় গত বছরের আগস্টে নিরাপত্তা বাহিনী কায়রোর ‘ফিফথ সেটেলমেন্ট’ জেলা থেকে ইজাতকে গ্রেপ্তার করেছিল।

ব্রাদারহুড সদর দপ্তরের বাইরে ২০১৩ সালে সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে অস্ত্র সরবরাহ ও সহিংসতায় প্ররোচনা দেওয়ার দায়ে মাহমুদ ইজাতকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে আদালতের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। একই মামলায় ব্রাদারহুডের আরও অনেক নেতাকেও একই সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রায়ের পর তাৎক্ষণিকভাবে ইজাতের আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইজাতের গ্রেপ্তারের পর ব্রাদারহুড তাঁকে ‘মিথ্যা রাজনৈতিক মামলায় ফাঁসানো হচ্ছে’ বলে দাবি করেছিল।

ইসলামপন্থি এ দলটির সাবেক নেতা মোহাম্মদ বাদায়ির সাবেক সহকারীদের মধ্যে ইজাত বেশ প্রভাবশালী ছিলেন।