মৃত্যুদণ্ড বিলুপ্ত করল কাজাখস্তান
টানা ১৭ বছর স্থগিত রাখার পর মৃত্যুদণ্ড বিলুপ্ত করে আইন পাস করেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। প্রায় দুই দশক মৃত্যুদণ্ডের আইনটি স্থগিত রাখার পর শনিবার (২ জানুয়ারি) এটি বাতিল করার বিলে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট কাসিম-জোমারত তোকায়েভ। প্রেসিডেনশিয়াল এক নোটিশে এ তথ্য জানা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ইন্টারন্যাশনাল কভেনান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের দ্বিতীয় অপশনাল প্রটোকল পার্লামেন্ট অনুসমর্থন করার পর প্রেসিডেন্ট আইনটিতে স্বাক্ষর করেন।
কাজাখস্তানে ২০০৩ সাল থেকে মৃত্যুদণ্ড স্থগিত রয়েছে। কিন্তু ‘অ্যাক্ট অব টেরর’ বা সন্ত্রাসবাদ বিষয়ক মামলায় আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়ে আসছিল। তবে নতুন আইনের ফলে এখন থেকে আর মৃত্যুদণ্ড দেওয়া যাবে না দেশটিতে।
এদিকে ২০১৬ সালে কাজাখস্তানের আলমাতি শহরে রুসলান কুলেকবায়েভ নামে এক ব্যক্তি আট পুলিশ সদস্য ও দুই বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করে। পরে আদালত রুসলানকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু মৃত্যুদণ্ড বিলুপ্ত করে আইন পাস হওয়ার কারণে রুসলানকে যাবজ্জীবন কারা ভোগ করতে হবে।