মৃত্যুর দুয়ারে বড় বোনের মমতা

Looks like you've blocked notifications!
ছোট্ট দুই ভাইবোনের বাঁচার অসহায় আর্তি। ছবি : এনডিটিভি

ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে সিরিয়ার ধ্বংসস্তূপের একটি ভিডিও আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওটিতে দেখা গেছে ছোট্ট দুই ভাইবোনের বাঁচার অসহায় আর্তি। তাদের মাথার ওপরেই ভেঙে পড়েছে বাড়ি। ধ্বংসস্তূপের ফাঁকে আশ্রয় নিয়ে কোনো রকমে নিজেদের বাঁচিয়ে রেখেছে দুজন। মেয়েটির বয়স মাত্র ৭ বছর। তার পাশেই দেখা গেছে ছোট্ট ভাইকে। ভাইয়ের মাথা নিজের হাতে আগলে রেখেছে বোন। নিজেদের বাড়ির ধ্বংসস্তূপে প্রায় ১৭ ঘণ্টা আটকে ছিল ভাইবোন। অবশেষে উদ্ধারকারী দল পাথর সরিয়ে তাদের বের করে আনতে পেরেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর সিএনএন ও এনডিটিভির।

ভিডিওতে যে মেয়েটিকে দেখা গেছে, তার নাম মারিয়াম। ছোট ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে। ধ্বংসস্তূপের মধ্যে ধুলাবালু যাতে ভাইয়ের চোখমুখে না ঢোকে, নিজের ছোট্ট হাত দিয়ে সেই চেষ্টাই সে করছিল। ভিডিওটিতে বিছানার ওপর তাদের শুয়ে থাকতে দেখা গেছে। বাড়ি ভেঙে পড়ার সময় ভাইবোন বিছানায় শুয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।