মেক্সিকোতে টোল বুথে ট্রাকের ধাক্কা, নিহত ১৯

Looks like you've blocked notifications!
মেক্সিকোতে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের টোল বুথে ঢুকে পড়ে। এ ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

মেক্সিকোতে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের টোল বুথে ঢুকে পড়ে। এ ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।

গতকাল শনিবার মেক্সিকো সিটির সঙ্গে মধ্যাঞ্চলীয় পিউবলা সিটির সংযোগকারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার দুপুরে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের একটি টোল বুথে বেশ কিছু গাড়িতে ধাক্কা দেয়। এতে কয়েকটি গাড়িতে আগুন ধরে হতাহতের ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

মেক্সিকোর ফেডারেল রোডস অ্যান্ড ব্রিজ অ্যান্ড রিলেটেড সার্ভিসেস এজেন্সি এক বিবৃতিতে জানায়, টোল বুথ অতিক্রম করার সময় ট্রাক ছয়টি গাড়িকে সঙ্গে টেনে নিয়ে যায়, এতে ১৯ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ট্রাক চালকও রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।