মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি পিক্সাবে থেকে নেওয়া

মেক্সিকোতে একটি গাড়ি-শোতে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২০ মে) দেশটির উত্তরাঞ্চলীয় বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় একটি গাড়ি রেসিং শো চলাকালে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের জরুরি সেবা ৯১১ এর ফোনকল রিপোর্ট অনুযায়ী, দুপুর ২টা ১৮ মিনিটের দিকে বন্দুকধারীরা একটি ধূসর রঙয়ের ভ্যান থেকে নেমে গ্যাস স্টেশনে থাকা শোতে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে গুলি করতে শুরু করেন।

পৌর ও রাজ্য পুলিশ, মেরিন সদস্য, দমকল কর্মী ও মেক্সিকোর রেড ক্রসসহ অন্যান্য সংস্থার লোকেরা ঘটনাস্থলে পৌঁছেছে।

মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেন, রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ গুলি চালানোর ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।