মেক্সিকোতে মাদকসম্রাটের ছেলে গ্রেপ্তার, সংঘর্ষে নিহত ২৯

Looks like you've blocked notifications!
মেক্সিকোতে মাদক সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। ছবি : রয়টার্স

মেক্সিকোর মাদকসম্রাট হোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের ছেলে অভিদিও গুজম্যানকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর মাদক সন্ত্রাসীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ২৯ জন নিহত হয়েছেন। মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল বলেছেন, এল চ্যাপোর ৩২ বছর বয়সি ছেলে অভিদিও গুজম্যানকে গত বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। এরপর উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জনের প্রাণহানি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গুজম্যানকে গ্রেপ্তারের পর মাদকসম্রাট এল চ্যাপোর অনুগত সন্ত্রাসীরা যানবাহনে আগুন লাগানো, রাস্তা অবরোধ করা এবং সিনালোয়ার রাজধানী কুলিয়াকানের আশপাশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল সংবাদ সম্মেলনে বলেছেন, বৃহস্পতিবারের অভিযানের সময় আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় কোনো বেসামরিক মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।