মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

Looks like you've blocked notifications!
মেক্সিকোর উপকূলীয় রাজ্য ভেরাক্রুজে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক রেডিও সাংবাদিক নিহত হয়েছেন। প্রতীকী ছবি

মেক্সিকোর উপকূলীয় রাজ্য ভেরাক্রুজে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক রেডিও সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

হাসিনতো রোমেরো নামের ওই সাংবাদিক ওরিজাবার রেডিও স্টেশন ওরি স্টেরিওর জন্য স্থানীয় রাজনীতি নিয়ে লেখালেখি করতেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ইক্সতাকজোকুইতলান শহরে তার ওপর হামলা হয় বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শহরটির ভেতর দিয়ে যাওয়ার সময় একদল সশস্ত্র ব্যক্তি রোমেরোর গাড়ি আটকায় ও তার ওপর গুলি চালায়।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রোমেরো একাধিকবার হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন ওরি স্টেরিওর এক মুখপাত্র।

পরিচয় জানাজানি হলে তার ওপরও হামলা হতে পারে এই ভয়ে নিজের নাম বলেননি তিনি।