মেক্সিকোতে সুইমিংপুলে বন্দুক হামলায় নিহত ৭

Looks like you've blocked notifications!
মেক্সিকোর গুয়ানাজুয়াতোর কোর্তাজার শহরে গতকাল শনিবার একটি সুইমিং পুলে হামলার পর ঘটনাস্থলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : রয়টার্স

মেক্সিকোতে একটি জনাকীর্ণ সুইমিংপুলে বন্দুকধারীদের গুলিতে এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৫ এপ্রিল) এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

হামলার একজন প্রত্যক্ষদর্শী আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়, স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে পুলে এসে গুলি চালায় সশস্ত্র দুর্বৃত্তরা। যাওয়ার আগে তারা একটি দোকান, নিরাপত্তা ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, সাঁতারের পোশাক পরা লোকেরা চিৎকার করছেন এবং তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরছেন।

দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোর কোর্তাজার শহরে এই হামলায় জড়িত বন্দুকধারীদের সন্ধানে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

নগর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থল থেকে সাত বছরের কম বয়সী এক শিশুসহ মরদেহগুলো উদ্ধার করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। এ সময় তারা গুলির খোসা খুঁজে পায়। 

এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং হামলার উদ্দেশ্য তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।