মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি

Looks like you've blocked notifications!
মেক্সিকোর তামাউলিপাস রাজ্যের ভিক্টোরিয়া-জারাগোজা হাইওয়েতে রোববার (১৪ মে) দুর্ঘটনাস্থলে জড়ো হন স্টেট গার্ডের সদস্যরা। ছবি : রয়টার্স

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসে ট্রাক্টর ট্রেলার ও একটি ভ্যানের সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৪ মে) সকালে তামাউলিপাসের একটি মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

তামাউলিপাসের জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, রাজ্যের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার বাইরে প্রায় আধঘণ্টার দূরত্বে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষে আগুন ধরে যায়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যখন দুর্ঘটনাস্থলে পৌঁছান, তখন তারা সেখানে ট্রেলার বহনকারী ট্রাকটি দেখতে পাননি। 

তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র জানায়, ট্রাকের চালক পালিয়ে গেছেন নাকি দুর্ঘটনায় তিনিও মারা গেছেন, সেটি তদন্তকারীরা নিশ্চিত হতে পারেননি। ভ্যানের যাত্রীদের মধ্যে শিশুও ছিল বলে সূত্রটি জানিয়েছে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, ঘটনাস্থলে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহতদের সবাই মেক্সিকোর নাগরিক বলে ধারণা করা হচ্ছে।