মেক্সিকোয় দুই সাংবাদিককে গুলি করে হত্যা

Looks like you've blocked notifications!
ইয়েসিনা মোলিনেডো (বাঁয়ে) ও সেইলা গার্সিয়া। ছবি : সংগৃহীত

মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ প্রদেশে দুই সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। দেশটির অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

গত সোমবার অজ্ঞাত বন্দুকধারীরা গাড়িতে বসে থাকা ইয়েসিনা মোলিনেডো ও সেইলা গার্সিয়া নামের দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সেখানে দুই সাংবাদিকে মৃত্যু হয়।

মেক্সিকোতে সংবাদকর্মীদের হত্যার সবচেয়ে ভয়াবহ বছর এটি। বেসরকারি সংগঠন আর্টিকেল ১৯–এর তথ্য অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের শাসনামলে গণমাধ্যমকর্মীদের ওপর সহিংসতা বেড়েছে।

মেক্সিকোর সিনালোয়ো প্রদেশের একটি রাস্তার পাশ থেকে প্রখ্যাত সাংবাদিক লুইস এনরিক রামিরেজের লাশ উদ্ধারের চার দিনের মাথায় দুজন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, লুইস এনরিকের লাশ উদ্ধারের আগে দেশটিতে এ বছরেই আট সাংবাদিককে হত্যার ঘটনা ঘটেছিল।