মোসাদকে সহযোগিতার দায়ে ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

Looks like you've blocked notifications!
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার দায়ে চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। প্রতীকী ছবি

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার দায়ে চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

রোববার এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজান।

দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ইসরায়েলকে ‘গোয়েন্দা সহযোগিতার’ পাশাপাশি অপহরণে সহযোগিতার অভিযোগও আনা হয়েছিল।

গত মে মাসে চার জনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার ইরানের সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখে বলে জানায় বিবিসি।

ইরানে দু’মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ ও টান টান উত্তেজনা চলার মাঝে এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল।

এ ছাড়াও, দেশের নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ, অপহরণে জড়িত থাকা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অন্য আরও তিনজনকে ৫ থেকে ১০ বছরের জেল দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ইরানের বিচার বিভাগের ওয়েবসাইটে।

ইরান এবং ইসরায়েল ঘোরতর আঞ্চলিক শত্রুদেশ। দেশ দুটি বহুদিন ধরেই একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত।