যুক্তরাজ্যের পর এবার হংকংয়ে করোনার নতুন ধরন শনাক্ত

Looks like you've blocked notifications!
ছবি : রয়টার্স

যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরন বা রূপান্তরিত রূপ এবার হংকংয়ে পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

হংকংয়ের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, যুক্তরাজ্যফেরত দুই শিক্ষার্থীর শরীরে বুধবার ভাইরাসটির পরিবর্তিত রূপ শনাক্ত হয়েছে। দেশটি এরই মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের সাড়ে ২২ মিলিয়ন ডোজ নিশ্চিত করেছে।

এক সংবাদ সম্মেলনে হংকংয়ের স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের সংক্রামক রোগ শাখার প্রধান ডা. চুয়াং শুক-কুয়ান বলেছেন, গত ডিসেম্বরে যুক্তরাজ্য থেকে ফেরা ওই দুই শিক্ষার্থীর শরীরে পাওয়া ভাইরাসের নমুনার সঙ্গে যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনার ধরনটির মিল রয়েছে।

ডা. চুয়াং শুক-কুয়ান আরো বলেছেন, এ বিষয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা দরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, যুক্তরাজ্য ছাড়াও করোনাভাইরাসের নতুন এ ধরনটি ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়াতে পাওয়া গেছে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় মিলেছে আরো একটি ধরন।