যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় আঘাত হেনেছে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে আঘাত হানে শক্তিশালী এ ভূকম্পন।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলাস্কার নিকোলস্কি এলাকা থেকে প্রায় ৭৮ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ দশমিক ৩ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এতে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।