যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিপজ্জনক মোড় নিচ্ছে করোনার সংক্রমণ

Looks like you've blocked notifications!

মহামারি করোনাভাইরাসকে ছাপিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে জায়গা করে নিয়েছিল বর্ণবাদবিরোধী আন্দোলনের খবর। এখন আবার সবার চোখ মহামারিতে। দেশটিতে শুধু টেক্সাস অঙ্গরাজ্যেই প্রতিদিন পাঁচ হাজারের মতো মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন। গতকাল রোববার সেখানকার গভর্নর গ্রেগ অ্যাবট এমন ভয়াবহ তথ্য জানিয়েছেন।

কয়েক সপ্তাহ আগে যেখানে গোটা টেক্সাসে দুই হাজারের কাছাকাছি মানুষকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছিল। দেশজুড়ে লকডাউন শিথিলের পর কয়দিনের ব্যবধানে তা পাঁচ হাজার ছাড়িয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে এক লাখ ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা পৃথিবীর যেকোনো দেশের তুলনায় বেশি।

টেক্সাস, ফ্লোরিডাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের হাসপাতালগুলো ধারণক্ষমতার চেয়ে বেশি রোগীর সম্মুখীন হতে পারে বলে বিবিসির খবরে বলা হয়েছে। এজন্য করোনা সংক্রমণ ঠেকাতে এখনই ওইসব অঙ্গরাজ্যের ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্থানীয় সময় গতকাল রোববার টেক্সাসের গভর্নর অ্যাবট বলেন, দৈনিক পাঁচ হাজার রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ঘরের বাইরে মাস্ক পরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।