যুক্তরাষ্ট্রের স্কুলে ফের গোলাগুলি, তিন শিশুসহ নিহত ৫

Looks like you've blocked notifications!
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের স্কুলে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত পাঁচজন। এর মধ্যে তিনজনই শিশু। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আজ সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি জানিয়েছে, দেশটির স্থানীয় সময় সোমবার নাশভিলে শহরের দ্য কোভেনান্ট স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেটি একটি প্রাথমিক স্কুল ছিল। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত থাকা স্কুলটিতে দুইশ এর মতো শিক্ষার্থী রয়েছে।

নাশভিলে শহরের পুলিশ বলছে, সন্দেহভাজন ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে, কি কারণে ওই সন্দেহভাজন এমনটি করেছে তা স্পষ্ট করতে পারেননি তারা।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যে তিন শিশু মারা গেছে তারা সবাই গুলিবিদ্ধ হয়েছিল। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভানডেরবিল্টের মনরো ক্যারেল জুনিয়র চিলড্রেন হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওই তিন শিশু মারা যায়।

পরে, ওই হাসাপতাল কর্তৃপক্ষ আরও দুজনের মৃত্যুর তথ্য জানায়। তারা প্রাপ্তবয়স্ক ছিল বলে নিশ্চিত করা হয়েছে।

বন্দুকধারীর হামলায় আরও কয়েকজন আহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে জানিয়েছে নাশভিলের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট।