যুক্তরাষ্ট্রের হটলাইনে জীবাণুনাশক নিয়ে শত শত ফোনকল, দায় অস্বীকার ট্রাম্পের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভাবতেও পারছেন না করোনাভাইরাসের চিকিসায় জীবাণুনাশক ইনজেকশনের মাধ্যমে মানুষের শরীরে দেওয়ার কথা বলার পর দেশের হটলাইনে জীবাণুমুক্তকরণের জন্য এত কল কেন আসছে। ট্রাম্প বলছেন, ‘ভাবতেই পারছি না, জীবাণু দূর করা নিয়ে এত কল কেন আসছে। আমি তো ব্যাঙ্গ করে এটা নিয়ে মন্তব্য করেছিলাম।’
এদিকে হটলাইনে এত কল আসার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেছেন মিশিগান ও ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নররা।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, করোনা রোগীদের শরীরে ইনজেকশন দিয়ে জীবাণুনাশক পুরে দিলেই তো হয়। এমন বক্তব্যের কারণে চিকিৎসাবিজ্ঞানীদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তিনি এখন বলছেন, এটি তিনি মজা করে বলেছিলেন। জীবাণুনাশক শরীরে প্রবেশ করানোর মতো বস্তু নয়। এতে আরো বিষ ছড়াতে পারে।
গতকাল সোমবার করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানান, ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের হটলাইনে জীবাণুমুক্তকরণের ট্রাম্পের পরামর্শ বিষয়ে কথা বলতে শত শত কল এসেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প এসব কলের দায় নেবেন কি না, এক সাংবাদিক জানতে চাইলে ট্রাম্প সাফ জানিয়ে দেন, ‘না, আমি নেব না।’
গত সপ্তাহে ম্যারিল্যান্ডের গভর্নরের কার্যালয় জানায়, তারা প্রেসিডেন্টের বক্তব্যের অনুসরণ করে কেউ যেন জীবাণুনাশক ইনজেকশন না নেয়, সেজন্য তারা বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে সবাইকে সতর্ক করেছে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৬ হাজার ৮০৩ জন মারা গেছে। মোট আক্রান্ত হয়েছে ১০ লাখ ১০ হাজার ৫০ জন। সুস্থ হয়ে উঠেছে এক লাখ ৩৮ হাজার ৯৯০ জন।
এদিকে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুই লাখ ১১ হাজার ৬০৯ জন। মোট আক্রান্ত ৩০ লাখ ৬৪ হাজার ৮৩১ জন। সুস্থ হতে পেরেছে ৯ লাখ ২২ হাজার ৩৯৭ জন। করোনাভাইরাসের পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।