যুক্তরাষ্ট্রে এক দিনে ৯ শতাধিক ফ্লাইট বাতিল, বিলম্বে ৬৩০০

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রজুড়ে রোববার বহু ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে রোববার বহু ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েন দেশটির যাত্রীরা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, এদিন দেশটিতে ৯১২টি ফ্লাইট বাতিল হয়েছে এবং ছয় হাজার ৩৭৮টি ফ্লাইট বিলম্বে ছেড়েছে। সিএনএন তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার শিকাগোয় ব্যাপক বৃষ্টি ছিল। কিছু জায়গায় বন্যার সতর্কতা জারি করা হয়। ফলে শিকাগোর ও’হ্যার আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সেখানে ১২ শতাংশ বাতিল এবং ৪০ শতাংশ বিলম্বে ছেড়েছে।

এর আগের দিন শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে ৬৫৭টি ফ্লাইট বাতিল হয় এবং সাত হাজার ২৬৭টি বিলম্বে ছাড়ে। এদিন আমেরিকান এয়ারলাইন্সের চার শতাংশ ফ্লাইট বাতিল এবং ২৪ শতাংশ বিলম্ব হয়। আর, ইউনাইডেট এয়ারওয়েজেরও চার শতাংশ বাতিল এবং ২৩ শতাংশ বিলম্ব হয়। এ ছাড়া ডেল্টার দুই শতাংশ বাতিল ও ২২ শতাংশ ফ্লাইট বিলম্বে ছাড়ে।