যুক্তরাষ্ট্রে ফের বেপরোয়া গুলি, নিহত ৫
যুক্তরাষ্ট্রের মিলওয়াউকী ক্যাম্পাসে বুধবার একটি বিয়ার কোম্পানিতে বরখাস্ত হওয়া এক কর্মচারী বেপরোয়া গুলি চালিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ হামলায় পাঁচজন নিহত হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাস বিষয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আমেরিকায় ঘটা সর্বশেষ এ সহিংসতার বিষয়ে এই প্রথম আনুষ্ঠানিক মন্তব্য করলেন।
ট্রাম্প বলেন, মোলসন কুর্স কোম্পানির কারখানায় এক বন্দুকধারীর বেপরোয়া গুলিবর্ষণে পাঁচজন নিহত হয়। এতে আরো অনেকে আহত হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
এর আগে মিলওয়াউকী মেয়র টম ব্যারেট জানান, সেখানে হামলায় কয়েকজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী রয়েছে বলেও তিনি মনে করেন।
স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই কোম্পানির কর্মচারিদের জন্য এটি একটি ভয়ঙ্কর দিন ছিল।
এবিসি নিউজ ও স্থানীয় ফক্সসহ মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই হামলাকারি দিনের শুরুর দিকে সেখানে এ ভয়াবহ হামলা চালায়।
মিলওয়াউকী জার্নাল সেন্টিনেল জানায়, এ হামলায় ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে হামলাকারিও রয়েছে।