যুক্তরাষ্ট্রে সমকামীদের নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ৫

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে সমকামীদের একটি নাইটক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সমকামীদের একটি নাইটক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতে কলোরাডো অঙ্গরাজ্যের কলোরাডো স্প্রিংস এলাকায় অবস্থিত ক্লাবটিতে হামলা চালানো হয়।

এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত পাঁচ জন নিহত হয়েছে ও আহত হয়েছে কমপক্ষে আরও ১৮ জন। আজ রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

পুলিশের তরফে ক্লাব কিউ নামের গে নাইটক্লাবটিতে হামলা ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।

বন্দুক হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করার কথা জানিয়েছেন কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে নিরাপত্তা হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

কলোরাডো স্প্রিংস ফায়ার ক্যাপ্টেন মাইক স্মাল্ডিনো জানিয়েছেন, জরুরি নম্বরে ফোন যাওয়ার পর ১১টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে হামলায় ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাব কিউ কর্তৃপক্ষ।