যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়া ‘এশীয় ন্যাটো গড়তে চাইছে’ : উত্তর কোরিয়া

Looks like you've blocked notifications!
মালয়েশিয়ার কুয়ালালামপুরে উত্তর কোরিয়ার দূতাবাসে উড়ছে উত্তর কোরীয় পতাকা। ছবি : রয়টার্স

সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান সম্প্রতি গুরুত্বপূর্ণ একটি চুক্তি সই করেছে। একে ভালোভাবে নেয়নি উত্তর কোরিয়া। এই প্রচেষ্টাকে এশিয়ায় ন্যাটোর মতো একটি জোট গঠনের মার্কিন পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আজ রোববার এমনটি জানানো হয়।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সামরিক কর্তৃত্ব সৃষ্টি করতেই মূলত উত্তর কোরিয়াকে হুমকি হিসেবে উল্লেখ করে গুজব ছড়ানো হয়।’

মুখপাত্র আরও বলেন, ‘যে দ্রুততার সঙ্গে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে, এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য দেশের (উত্তর কোরিয়া) প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা দরকার।’

সম্প্রতি স্পেনের মাদ্রিদে হয়ে যাওয়া ন্যাটো সম্মেলনের পার্শ্ববৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতারা উত্তর কোরিয়ার সামনে আরও নানাবিধ বাধা সৃষ্টির বিষয়ে ঐকমত্য হন।