যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ছেড়ে যাবে না : পেলোসি

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দিয়েছেন পেলোসি।

ন্যান্সি পেলোসি বলেন, ‘আজ আমাদের প্রতিনিধি দল, যার জন্য আমি খুবই গর্বিত- তাইওয়ানে এসেছে দ্ব্যর্থহীনভাবে এটা জানাতে যে, তাইওয়ানের প্রতি করা প্রতিশ্রুতি থেকে আমরা নড়বো না। আমরা আমাদের এই অটুট বন্ধুত্বের জন্য গর্বিত।’

আজ বুধবার তাইওয়ানের রাজধানী তাইপের প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে জড়ো হওয়া জনতার উদ্দেশে পেলোসি এসব কথা বলেন। খবর বিবিসি ও আল-জাজিরার।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, ‘অন্য যেকোনো সময়ের চেয়ে এখন তাইওয়ানের প্রতি আমেরিকার সংহতি খুব গুরুত্বপূর্ণ এবং এই বার্তাটিই আজকে আমরা এখানে নিয়ে এসেছি।’

এর আগে ‘তাইওয়ানের একজন ভালো বন্ধু’ হিসেবে নিজেকে সম্মানিত বোধ করছেন জানিয়ে তাইওয়ানের ডেপুটি স্পিকারের উদ্দেশে পেলোসি বলেন, ‘এ সফরের তিনটি উদ্দেশ্য আছে। প্রথমটি হলো নিরাপত্তা, আমাদের জনগণ এবং বিশ্বের জন্য নিরাপত্তা। দ্বিতীয়টি অর্থনীতি, যতটা সম্ভব সমৃদ্ধি ছড়িয়ে দেওয়া এবং তৃতীয়টি শাসন।’