যুদ্ধের নিন্দা জানিয়েছেন রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী এবং বিশ্ব দাবা সংস্থার (ফিদে) প্রধানআরকাদি ভরকোভিচ। ছবি : রয়টার্স

যুদ্ধের নিন্দা জানিয়েছেন রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী এবং বিশ্ব দাবা সংস্থার (ফিদে) প্রধান আরকাদি ভরকোভিচ। তিনি বলেছেন, ‘এই যুদ্ধসহ (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) যে কোনো যুদ্ধই জীবনের সবচেয়ে খারাপ একটি বিষয়। যুদ্ধ শুধু মূল্যবান জীবনই কেড়ে নেয় না, স্বপ্ন-আকাঙ্ক্ষাও কেড়ে নেয়। সম্পর্ক ও বন্ধনকে ধ্বংস করে দেয়।’

মাদার জোনস নামের এক মার্কিন সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আরকাদি ভরকোভিচ। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

আরকাদি ভরকোভিচ বর্তমানে বিশ্ব দাবা সংস্থার (ফিদে) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের আমলে উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, চলতি মাসের শুরুতে ফিদে কর্মকর্তারা সর্বসম্মতভাবে ইউক্রেনের ওপর রুশ আক্রমণের নিন্দা জানিয়েছেন এবং রাশিয়া ও বেলারুশকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছেন।

এর আগে বেশ কয়েকজন ইউক্রেনীয় দাবা খেলোয়াড় রুশ সরকারের হয়ে কাজ করার জন্য বর্তমান ফিদে প্রধান আরকাদি ভরকোভিচের সমালোচনা করেছেন।