যে কারণে জেলেনস্কির সঙ্গে দেখা করলেন বিয়ার গ্রিলস

Looks like you've blocked notifications!
ব্রিটিশ পরিব্রাজক ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক বিয়ার গ্রিলস (ডানে) সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। ছবি : সংগৃহীত

ব্রিটিশ পরিব্রাজক ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক বিয়ার গ্রিলস সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। বিয়ার গ্রিলসের টুইটারের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিয়ার গ্রিলস টুইটারের এক পোস্টে বলেছেন, ‘এই সপ্তাহে আমি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে গিয়েছিলাম এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখাও করেছি। এ অভিজ্ঞতার সঙ্গে আমার অন্য অভিজ্ঞতা আসলে মেলে না। দেশটিতে প্রচণ্ড শীতকাল, অবকাঠামোগুলোতে প্রতিনিয়ত হামলা হচ্ছে, লাখ লাখ মানুষ প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম করছে। এমন কঠিন সময়ে আমাকে আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, প্রেসিডেন্ট জেলেনস্কি। আপনি শক্ত হয়ে থাকুন। মনোবল দৃঢ় রাখুন।’

এই পোস্টের সঙ্গে বিয়ার গ্রিলস কিছু ছবিও জুড়ে দিয়েছেন। ছবিগুলোতে বিয়ার গ্রিলসকে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে।

বিয়ার গ্রিলসের পোস্টের নিচে অনেকেই উষ্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘বাহ! প্রোগ্রামের জন্য অপেক্ষা করতে পারছি না।’ আরেকজন লিখেছেন, ‘শক্ত হয়ে থাকো, ইউক্রেন। গ্রিলস, আপনাকে ধন্যবাদ ইউক্রেনে যাওয়ার জন্য।’

জনপ্রিয় এই টেলিভিশন তারকা তাঁর টুইটার অ্যাকাউন্টে বলেছেন, তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি বিশেষ ‘অ্যাডভেঞ্চার শো’ করতে চান। বিয়ার গ্রিলস লিখেছেন, ‘এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বের মানুষ প্রেসিডেন্ট জেলেনস্কির এমন একটি দিক দেখতে পাবে, যা আগে কখনো দেখা যায়নি। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, এই কঠিন সময় কীভাবে মোকাবিলা করছেন। তিনি অনেক কিছুই বলেছেন। অনুষ্ঠানটি শিগগিরই আসছে।’

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে রুশ হামলায় এ পর্যন্ত ৩২ হাজার বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। এর মধ্যে অন্তত ৭০০ গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে।